(1) ধর্ম কি? ● পশুত্ব থেকে মনুষ্যত্বে ওঠা ও মনুষ্যত্বে থেকে দেবত্বে।
(2) জ্ঞানযোগ ● সব ক'টা মুখোশ খুলে ফেলে নিজের আসল মুখটি দেখা।
(3) ভক্তিযোগ ● ঈশ্বরকে ভালবাসা।
(4) রাজযোগ ● শব্দ থেকে শব্দেরই সৃষ্টি হয় আর সত্য প্রকাশিত নীরবতার মধ্যে, এটি অনুভব করা।
(5) কর্মযোগ ● স্টেডিয়ামে অসংখ্য দর্শক প্রচন্ড চিৎকার করছে, নানারকম মন্তব্য করছে, কিন্তু আপনি শান্ত মনে খেলে যাচ্ছেন।
(6) ব্রহ্ম ● "যত তুমি ভাবতে পারো, তার চেয়ে সে অনেক আরো / শেষ করতে পারবোনা তা তোমায় বলে বলে।"
(7) মায়া ● যেমন রামধনু ; দেখো তো আছে, খোঁজ তো নেই।
(8) ঈশ্বর ● সবকিছুর উত্স শক্তি।
(9) ঈশ্বরের সাথে মানুষের সম্পর্ক ● মাটির হাতি, মাটির ঘোড়া, মাটির পুতুল, মাটির মাছ...... ।
(10) অবতার ● দশ হাজার ভোল্ট বিদ্যুতকে 220 ভোল্ট করার ট্রান্সফরমার (আর মানুষ হলো ফোন-চার্জের এডাপটার)।
(11) পাপ-পুণ্য ● পরোপকারই পুণ্য, আর পরকে পীড়া দেওয়া পাপ।
(12) ধ্যান ● ধ্যানীকে জানার চেষ্টা।
(13) জপ ● ঈশ্বরের দরজায় ধাক্কা দেওয়া।
(14) প্রার্থনা ● বিশ্বচেতনার কাছে নিজের ব্যক্তিচেতনাকে সমর্পণ করা ।
(15) তপস্যা ● দু:খ-কষ্ট সত্বেও আনন্দে থাকার চেষ্টা।
(16) ত্যাগ ● মানসিক নির্ভরতা দূর করার চেষ্টা ।
(17) সেবা ● অন্যের আত্মশক্তি বিকাশে সাহায্য করা।
(18) অদ্বৈত ● একাত্মবোধ।
(19) জীবন ● নিজের মুক্তি ও জগতের কল্যাণ করার জন্য বেঁচে থাকা।
(20) বিচার ● সত্য ও মিথ্যার পার্থক্য বোঝা।
"স্বামী সোমেশ্বরানন্দ"